ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে : দুদু

1494852819কুমিল্লা প্রতিনিধি :::

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনার সরকার ভারতকে অনেক কিছু দিয়েছে। এ সরকার ক্ষমতায় থাকার জন্য এখন সব কিছুই করছে। কিন্তু সময় ঘনিয়ে এসেছে ভারত-ই আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেবে। সোমবার বিকালে কুমিল্লা নগরীর বাদুরতলা এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির তৃণমূল পর্যায়ের সকল স্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ তাদের ক্ষমতা চিরস্থায়ী করার যতো চেষ্টাই করুন না কেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাবে। এখন একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হয়রানী করা হচ্ছে। মাসের পর মাস তাকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে এর সমুচিত জবাব দেয়া হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপি দলীয় সাবেক এমপি অধ্যক্ষ মো. ইউনুছ, জাকারিয়া তাহের সুমন, আনোয়ারুল আজিম, আবদুল গফুর ভূঁইয়া প্রমুখ।


 

পাঠকের মতামত: