এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার শহরে দুই রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও মূল্য তালিকা না থাকায় এ দুই রেস্টুরেন্টকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার সন্ধ্যা ৬টায় শহরের ঝাউতলা এলাকার রেডচিলি রেস্টুরেন্ট ও কলাতলীর সুগন্ধা পয়েন্টের ফুড ভিলেজ রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, রেস্টুরেন্ট গুলোতে খাবার তৈরী করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। এছাড়াও খাবারের মূল্য তালিকা নেই। এই অপরাধে রেডচিলিকে ১০ হাজার ও ফুডভিলেজকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা সেনিটারী ইন্সপেক্টর তরুণ বড়–য়া।
পাঠকের মতামত: