ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

অর্থ মন্ত্রণালয়ের প্রাশাসনিক কর্মকর্তা শাহরুল আটক

অর্থ মন্ত্রণালয়ের অধিনস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাশাসনিক কর্মকর্তা মো. শাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের দিনাজপুর সমন্বিত জেলা  কার্যালয় এর উপ সহকারী পরিচালক মো: কামরুজ্জামান তাকে জেলার কোতয়ালী  বালুবাড়ী থেকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অর্থ মন্ত্রণালয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার টাকা গ্রহণপূর্বক আত্মসাত করেছেন তিনি। এই অভিযোগে ২০১৪ সালের ৬ই জুন দিনাজপুরের বীরগঞ্জ থানায় মামলায় দায়ের করা হয়। শাহারুল দিনাজপুর জেলার ডিমলা থানার উত্তর খড়িবাড়ী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

 

পাঠকের মতামত: