ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুর রাজারকুলে ২ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে শহীদ উল্লাহ বিজয়ী

সোয়েব সাঈদ, রামু ::
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন মো. শহীদ উল্লাহ (বৈদ্যুতিক পাখা)। আজ বুধবার, ২ নভেম্বর রাজারকুল হালদারকুল ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।
এরমধ্যে নির্বাচনে বিজয়ী মো. শহীদ উল্লাহ (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আলী আকবর (টিউবওয়েল) ২৪১ ভোট, শামসুল আলম (মোরগ) ২০৬ ভোট, ছানা উল্লাহ (আপেল) ১৩৯ ভোট, দুদু মিয়া (তালা) ৮৮ ভোট এবং আবুল হাশেম (ফুটবল) ১৭ ভোট পেয়েছেন।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২০৭ জন। এরমধ্যে ৯৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। অনুপস্থিত ভোটর সংখ্যা ২৭৩ জন। ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে ওই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ভোটকেন্দ্র দায়িত্বরত প্রিসাইডিং অফিসার রামু উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মহি উদ্দিন জানিয়েছেন- অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচন কেন্দ্রে পুলিশ, আনসার-ভিডিপি সদস্য সহ বিপুল পরিমান আইনশৃংখলা বাহিনী সক্রিয় ছিলো।
উল্লেখ্য ইতিপূর্বে নির্বাচিত ইউপি সদস্য মো. জুবাইর সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ফলে এ ওয়ার্ডের সদস্য পদটি শূণ্য হয়ে পড়ে।

পাঠকের মতামত: