ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রামুতে বুদ্ধিজীবি হত্যা দিবসে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা

buddijibi-hottaপ্রেস বিজ্ঞপ্তি:

রামুতে শহীদ বুদ্ধিজীবি হত্যা দিবস উপলক্ষ্যে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বাঙালির বিজয় সুনিশ্চিত জেনে জামায়াত ও তৎকালীন ছাত্রসংঘের দ্বারা গঠিত আলবদর বাহিনী বাংলাদেশকে মেধাশূণ্য করার উদ্দেশ্যে এদেশের বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, রাজনৈতিক, লেখক ও শিল্পীদেরকে নির্মম ভাবে হত্যা করেছিল। কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে স্বমহিমায়।

ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অর্পন বড়–য়া।

উপজেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জয় বড়–য়া, সহ সভাপতি রাজীব বড়–য়া, সাংস্কৃতিক সম্পাদক নাছির হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রিয়ম বড়–য়া রক্তিম, উপজেলা সংসদের সদস্য রায়হান, ছাত্র ইউনিয়ন নেতা রাগিব ও বিপ্লব বড়–য়া প্রমূখ।

সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করাসহ আগামী ১২ ও ১৩ জানুয়ারীর জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

পাঠকের মতামত: