ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

রাজাখালী নব-নির্বাচিত চেয়ারম্যানকে পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ

pekua,,ইমরান হোসাইন, পেকুয়া :::
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানকে কার্যালয়ের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন। গত সোমবার (২৯আগষ্ট) জেলা প্রশাসক পেকুয়া সফরকালীন সময়ে রাজাখালী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানের করা লিখিত আবেদনের প্রেক্ষিতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেন।

রাজাখালী ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, রাজাখালী ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার কতৃক পরিষদের দায়িত্ব ও চাবি হস্তান্তর না করায়; প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন নব-নির্বাচিত চেয়ারম্যান ছৈয়দ নূর। সাবেক চেয়ারম্যানের মেয়াদ বিগত ০৬/০৭/২০১৬ইং তারিখে শেষ হলেও তিনি নব-নির্বাচিত চেয়ারম্যানকে পরিষদের দায়িত্ব হস্তান্তর করেননি। এতে, ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজ ও হিসাব-নিকাশ বন্ধ প্রায়। যা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ আইন’২০০৯ এর ৩০ধারা সুস্পষ্ট লঙ্ঘন। এমনকি পরিষদের গুরুত্বপূর্ণ বিভিন্ন কক্ষ তালাবদ্ধ থাকায় গ্রাম আদালতের কার্যক্রমসহ বিবিধ জনগুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় ব্যাঘাত ঘটছে। এছাড়া, রাজাখালী ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার(বাবুল) পরিষদের প্রয়োজনীয় আসবাব পত্র নিয়ে গেছেন বলেও উল্লেখ্য করা হয় উক্ত অভিযোগে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুর রশীদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী রবিবার আমি রাজাখালী ইউপি কার্যালয়ে যাবো। ওইদিনই নব নির্বাচিত চেয়ারম্যানকে পরিষদের দায়িত্বভার বুঝিয়ে দিব।

পাঠকের মতামত: