ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

রাখাইন তরুণদের ‘আলোক প্রজ্জ্বলন’

alokসংবাদ বিজ্ঞপ্তি:
‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং শহীদের স্বপ্নের বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পঁচিশ মার্চ কালরাত্রিতে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে রাখাইন তরুণ প্রজন্ম ঐক্য পরিষদ।
শুক্রবার (২৫ মার্চ) রাত ৯ টায় ওয়াসিম মাহমুদ ওভি ও আক্যর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারি, নিংথেন, চনাই শে, রবিন, জয়, চথি, অংসে, ওমি প্রমূখ।

পাঠকের মতামত: