ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালী’র সোনাদিয়া চ্যানেলে জলদস্যুর উৎপাত-আতংকে মাঝিমাল্লা

এম রমজান আলী মহেশখালী ঃf boat

মহেশখালী’র সোনাদিয়া চ্যানেলে জলদস্যুর উৎপাত আতংকে মাঝিমাল্লা।

প্রাপ্ত তথ্যমতে, জলদস্যুরা নিয়মিত ভাবে সাগরে ডাকাতি, মাঝি মাল্লা অপহরন এবং টোকেন দিয়ে বোট প্রতি ৫০ হাজার করে চাদাঁ আদায় অনাদায়ে জেলেদের ফিশিং নিষিদ্ধের হুমকি।

মহেশখালীর বোট মালিকেরা জানান, সাগরের মাছ আহরণ করার জন্য ট্রলার পাঠিয়ে দ্বীপে ফিরে না আসা পর্যন্ত জলদস্যুদের কবলে পড়ার আশংকায় থাকি। জেলেরা জানায়, বিশেষ করে সোনাদিয়া, ঘটিভাংগা, ধলঘাটা মাতারবাড়ী, কালারমারছড়া ও চকরিয়া এলাকার কিছু জলদস্যুদের কাছে মাঝিমাল্লা জিম্মি আছে।

এ ব্যাপারে একাধিক ট্রলার মালিক জানান, নিয়মিত মাসোহারা দিতে অপারগ প্রকাশ করলে পরবর্তীতে ট্রলার সাগরে মাছ ধরতে যাওয়া মাত্রই উৎপেতে থাকা জলদস্যুরা ইঞ্জিন, জাল, মাছ, তেল ও প্রয়োজনীয় সরঞ্জামাদি লুট করে খালি ট্রলারটি ছিদ্র করে সাগরে ডুবিয়ে দেয় যার ফলে মাঝি মাল্লারা সাতাঁর কেটে কুলে ফিরে আসলে ও অনেকে সাগরে প্রান হারায়।

এক জরিপে জানাগেছে, জলদস্যুরা মাদক পাচার, চোরাচালান, ডাকাতি সহ নানান অপকর্ম পরিচালনার নিরাপদ জায়গা হিসাবে সোনাদিয়াকে বেছেঁ নিয়েছে। এ ব্যাপারে কোষ্টগার্ডের কর্মকর্তা জানান, আমরা জলদস্যুতা দমনে সবসময় প্রস্তুত আছি।

পাঠকের মতামত: