ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মহেশখালীর মাতারবাড়ি কোহেলিয়া নদী খননের দাবীতে মানববন্ধন

সরওয়ার কামাল মহেশখালীঃ  ভরাট হয়ে যাওয়া মহেশখালীর কোহেলিয়া নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন ২৮ ই নভেম্বর বিকাল ৪ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সহযোগিতায় ও স্থানীয় জেলেদের আয়োজনে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় কোহেলিয়া নদীর পাড় সংলগ্ন এলাকায় অনুষ্টিত হয়েছে । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার আহবায়ক মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য মশরফা জান্নাত । স্বাগত বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বাপা) মহেশখালী শাখার সিনিয়র সদস্য মাষ্টার মোঃ নুরুন্নবী, ডাঃ নুর কাসেম প্রমূখ । উপস্থিত ছিলেন- (বাপা) মহেশখালী শাখার সিনিয়র সদস্য আলী আজগর , আহমদুর রহমান (আরমান) , আহমদ হোছাইন , জাহাঙ্গীর আলম , আবদুল মোনাফ, আল জাবের , রুহুল আমিন রুবেল , মিজানুর রহমান , আওয়ামীলীগ নেতা আবু ছৈয়দ , যুবলীগ নেতা সুজন মোঃ দিলু , ছাত্রলীগ নেতা আল মুজিব উদ্দিন রিপন , বঙ্গবন্ধু সৈনিকলীগ মাতারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি, সাদ্দাম সিকদার , মোঃ মামুন , সালমান সিকদার , মোঃ আজিজ সহ মাতারবাড়ীর সর্বস্থরের লোকজন স্বত-স্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন । মানববন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি মশরফা জান্নাত বলেন , মহেশখালীর কোহেলিয়া নদী ভরাটের কারনে মহেশখালী মাতারবাড়ীর কয়েক’শ জেলে নদীতে মাছ শিকার করতে না পেরে বেকারত্ব জীবন যাপন করে তারা অনাহারে দিন কাটাচ্ছেন । আমরা চাই ভরাট হওয়া নদীটি খনন করে আগের মত ফিরিয়ে দিতে । মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের প্রতীক মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ্ রফিক এমপি মহোদয়ের কাছে আমাদের এই দাবী । তিনি আরো বলেন , বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে আজকে সারা বাংলাদেশে যারা অবৈধ ভাবে নদী দখল করে আছে এবং নদীর পানি বাঁধা সৃষ্টি কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সে সমস্ত নদী গুলো পুন-রুদ্ধার করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । তারই ধারাবাহীকতায় আমরা আজকে মহেশখালীর এই গুরুত্বপূর্ণ নদীটি খনন ও পুন-রুদ্ধারের দাবী নিয়ে মানববন্ধনের মাধ্যমে নদীটি আগের মত বিভিন্ন নৌ-যান চলাচলের উপযোগী করে স্থানীয় জেলেদের কর্ম ফিরিয়ে দেওয়ার আহবান জানাচ্ছি । বক্তারা আরো বলেন , মাতারবাড়ী নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পের বর্জ্য নদীতে ফেলার নিয়ম না থাকলেও কোল-পাওয়ার কর্তৃপক্ষ কোন ধরনের নিয়মনীতি না মেনে সরাসরি কোহেলিয়া নদীতে প্রকল্পের বর্জ্য কিংবা পলিমাটি ফেলে বর্তমানে এই গুরুত্বপূর্ণ নদীটি ভরাট করে ফেলায় একদিকে যেমন নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে , অন্যদিকে এই নদীর উপর নির্ভরশীল কয়েক’শ জেলে এই নদী থেকে উচ্ছেদ হয়ে বেকারত্ব জীবন যাপন করছেন ।

পাঠকের মতামত: