ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে ২২ হাত লম্বা অজগর

44মহেশখালীর সিপাহীর পাড়ায় বড় আকৃতির অজগর ধরেছে স্থানীয় জনসাধারণ।  ধৃত অজগরটি মহেশখালী থানা পুলিশের সহায়তায় বন বিভাগের মুদির ছড়া বিট কর্মকর্তারা রাতে উদ্ধার করে গভীর রাতে পাহাড়ে অবমুক্ত করেন।

২ এপ্রিল সন্ধ্যায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর গ্রামের মৃত আব্দুল হাকিম এর পুত্র এনজিও কর্মকর্তা নুরুল আলম সিকদারের গোয়াল ঘরে একটি খুটির সঙ্গে অজগরটি দেখতে পায় বাড়ির গৃহিনী। অজগর দেখে চিৎকার করলে স্থানীয় সাবেক মেম্বার ঈসমাইল এর নেতৃত্বে অজগরটি কৌশলে আটকিয়ে রাখে স্থানীয়রা।

মুহূর্তের মধ্যে হাজার মানুষ প্রায় ২২হাত লম্বা অজগর সাপটি দেখতে ভিড় জমায়।   প্রথমে স্থানীয় লোকজন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহামম্দ আবুল কালামকে সংবাদ দেয়।

মহেশখালী থানার এস আই শহিদের নেতৃত্বে একদল পুলিশ সিপাহীর পাড়ায় পাহারা দিয়ে রাখে। পরবতীর্তে মহেশখালী বন বিভাগের লোকজন উপস্থিত হয়ে অজগরটি রাত ১১টায় মহেশখালী বন নার্সারীতে নিয়ে আসে।

বিভাগীয় বন কর্মকতার নির্দেশে রাত ১২.২০ মিনিটে শাপলাপুর গোরকঘাটা জনতা বাজার সড়কের জামাই ধরনী নামক ব্রিজের পাশে মুদির ছড়া বিট কর্মকর্তা আব্দুল জব্বার এর নেতেৃত্বে অজগরটি পাহাড়ে অবমুক্ত করেন।

পাহাড়ের বন্য প্রাণী বিলুপ্তীর কারনে খাবারের অভাবে অজগরটি লোকালয়ে ডুকে পড়ছে বলে অনেকের ধারণা। সিপাহীর পাড়ার পার্শ্ববর্তী পাহাড় থেকে অজগরটি নুরুল আলম সিকদারের গরুর গোয়াল ঘরে ঢুকে আশ্রয় নেয়।

পাঠকের মতামত: