ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে একই দিনে মা ছেলের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি :::

মহেশখালীতে স্ট্রোক করে মায়ের মৃত্যুর খবর শুনে অসুস্থ ছেলেও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। একই দিনে মা ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাকতালিয় ভাবে মৃত্যুর এ ঘটনাটি ঘটেছে ২০ জানুয়ারি শনিবার মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়া কাটা গ্রামে।
জানা যায়, মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়া কাটা গ্রামের মরহুম অাবুল খায়ের চেয়ারম্যানের মেয়ে ও হোয়ানক ইউপি’র সাবেক চেয়ারম্যান অাবু তাহের সিকদারের বোন অালকুমা বেগম শুক্রবার রাত ১০ টায় অাকস্মিক ভাবে স্ট্রোক করে মারা যান। তার স্বামী হাজী কামাল পাশা ও ছেলে মোহাম্মদ বকসু ইতিপূর্বে স্ট্রোক করে দুজনই প্যারালাইসিসে অাক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যু শয্যায়। এমতাবস্থায় রাতে মায়ের মৃত্যুর খবর শুনে  সকাল ১০টায় ছেলে মোহাম্মদ বকসুও মৃত্যুর কোলে ঢলে পড়ে। অাজ বিকাল ২টায় মা এবং সাড়ে ৩টায় ছেলের জানাযা শেষে মা ছেলেকে জামাল পাড়া কবরস্থানে দাফন করা হয়।

পাঠকের মতামত: