ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে অভিযান : অস্ত্র-গুলি-মাদকসহ নারী আটক

1491223802কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে ৮টি অস্ত্র ২০ রাউন্ড গুলি, ইয়াবা ব্যবসার উপকরণ, গাজাসহ ২ নারীকে আটক হয়েছে। সোমবার দুপুর ২টায় উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গপাড়া গ্রামে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি বর্ষণ করলে  পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে বলে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান। মহেশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবাঙ্গ পাড়া গ্রামের আব্দুল জব্বার  মুন্সির বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৮টি দেশীয় তৈরি বন্দুক, ৩০টি গুলি, ১ হাজার লিটার বাংলা মদ, ৬টি রাম দা, ৫০ পুড়িয়া গাঁজা ও ইয়াবা ব্যবসার সরঞ্জাম উদ্ধার করে। এ সময় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ঢাকা জেলার চকবাজার এলাকার আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে এরশাদ উল্লাহ (৩০), জব্বার মুন্সির স্ত্রী নুরুন নাহারকে আটক করে। 

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,  দেবাঙ পাড়ায় একটি সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন মাদকসহ অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: