ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালী পিআইও’র বিরোদ্ধে দুদকের ৭ মামলার কার্যক্রম শুরু

ssssনিজস্ব প্রতিবেদক :::

দুর্ণীতি দমন কমিশন (দুদক) অফিস সুত্রে জানা গেছে, মহেশখালী উপজেলার দায়িত্বরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল আলম শাকিবের বিরোদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদকের) করা ৭ মামলা নাম্বার-১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ /২০১৫ইং কার্যকরি কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি মহেশখালীতে আইনশৃংঙ্খলা সভায় ‘পিআইও’ ঘোষিত জমাকৃত অস্ত্র আদালতে জমাদানের দাবী ও তার দাম্ভিক্তার পেছনে কারা জড়িত তা খোঁজ নেওয়ার দাবী উঠেছে। (পিআইও) শফিউল আলম শাকিবের নানান অপকর্ম ও দুর্নীতি বন্ধ হচ্ছে না বরং ক্রমান্নয়ে আরো বৃদ্ধি পাচ্ছে। যার দরুন ভোক্তভোগীরা পদেপদে হয়রানীর শিকার হচ্ছে। পিআইও শাকিব টিআর, কাবিকা, সোলার সহ সরকারীভাবে যতসব অনুদান আসে সব কিছু নিযুক্ত প্রতিনিধিদের সাথে আতাঁত করে সিংহভাগ টাকা তার পকেটস্থ করে। মহেশখালীতে যোগদান করার পর থেকে এমন কোন অপকর্ম বাদ রাখেনি সে করে নাই। কেহ প্রতিবাদ করতে চাইলে বিভিন্ন ধরনের প্রশাসনিক ভাবে ভয়ভীতি দেখিয়ে চুপ করে রাখে। সমসম্প্রতি পিআইও’র দুর্নীতি ও অপকর্ম গনমাধ্যমে প্রকাশ হওয়ায় সাংবাদকর্মীদের সবসময় কটাক্ষ করে কথা বার্তা বলে থাকে। কিছুদিন পুর্বে দুর্নীতির দায়ে দুদকে’র মামলা, অপকর্মের দায়ে নির্বাচিত জনপ্রতিনিধি কর্তৃক নাজেহাল, কর্মসৃজন প্রকল্পের টাকা হরিলুট, সোলারের টাকার হরিলুট, বিভিন্ন জায়গায় মাতব্বরি সহ বিভিন্ন কিছু জাতীয়, আঞ্চলিক, স্থানীয়, অনলাইন, ফেইসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলে প্রকাশ হয়েছে। সেই ঘটনার জেরে সম্প্রতি মহেশখালীর সর্বোচ্চ নীতি নির্ধারনি ফোরাম/ আইনশৃংঙ্খলা সভায় মহেশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম রমজান আলী কে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে অকথ্য ভাষায় কথাবার্তা বলতে থাকে এক পয্যায়ে পিআইও শাকিব হাউজে বলেন আমি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেয়নি সেই কথার রেকডিং করা হয়েছে। দুনর্িিতবাজ পিআইও দম্ভোক্তি করে অস্ত্রের হুমকি দেওয়ার ঘটনায় সারা বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মীদের আন্দোলনের জড় উঠেছে। অবিলম্বে পিআইও শাকিবের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে। তার আরো দুর্নীতি ও অপকর্ম ক্রমান্নয়ে প্রকাশ করা হবে। mrali

পাঠকের মতামত: