মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া ::
মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেয়ে খুশি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের ১৮৩৪ জন হত-দরিদ্রের পরিবার। আজ ১২ জুন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে পেকুয়ার সাত ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বিশেষ ঈদ উপহার সামগ্রী হত দরিদ্রদের কাছে বিতরণ করা হয়েছে। প্রতিজন হত দরিদ্রকে নগদ ২ হাজার টাকা, ২ কেজি চাল, ১ লিটার তেল, ১টি রুহ আফজা, ৪ প্যাকেট সেমাই ও ১ কেজি চিনি দেওয়া হয়েছে। পেবুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে গিয়ে সুষ্ঠুভাবে বিতরণের চিত্র ফুঁটে উঠেছে।
আজ মঙ্গলবার (১২ জুন) সকালে মগনামা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মগনামা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো: আলমগীর এমইউপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়ার পিআইও ও মগমানা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত টেগ অফিসার সৌভ্রাত দাশ, পেকুয়া থানার এএসআই মো: মশিউর রহমান, মগনামা ইউপি সচিব, আজিজুর রহমান এমইউপি, খোরশেদ আলম এমইউপি, নুর মোহাম্মদ বদ এমইউপি, সাংবাদিক গিয়াস উদ্দিন, নুরুল আজিম এমইউপি, উপজেলা ছাত্রলীগ নেতা মো: শাহাজান মিয়া প্রমূখ।
মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর বলেন, ‘মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আমার ইউনিয়নের হত-দরিদ্র প্রায় দুই শতাধিক লোকজনের মাঝে ঈদ উপহার সামগী সুষ্টুভাবে বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই বিশেষ ঈদ উপহার পেয়ে মগনামার হত-দরিদ্র লোকজন খুব খুশি। একই ভাবে উপজেলার অন্যান্য ইউনিয়নের ঈদ উপহার সামগ্রী সুষ্টুভাবে বিতরণ করা হয়েছে।
টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ছৌধুরী জানান, তার ইউনিয়নে ২৮৬জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুভ্রাত দাশ বলেন‘ মানণীয় প্রধানমন্ত্রীর পাঠানো বিশে ঈদ উপহার পেকুয়ার সাত ইউনিয়নের ১৮৩৪ জন হত দরিদ্রের মাঝে সুষ্টুভাবে বিতরণ করা হয়েছে। বিতরণের সময় সাত ইউনিয়নের সাত জন টেগ অফিসার নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন।
পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি) সালমা ফেরদৌস জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের কার্যক্রমে পেকুয়ার সাত ইউনিয়নের কোথাও অনিয়মের আশ্রয় হয়নি।
পাঠকের মতামত: