ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ৬০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

yaba atokনিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

পেকুয়ায় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করছে পুলিশ। গত ১০ এপ্রিল রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এ এস আই জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গী ফোর্স টইটং ইউনিয়নের বনকানন বাজারের উত্তর পাশে অভিযান চালিয়ে নেজাম উদ্দিন (২৩) কে মাদক ব্যবসার অভিযোগে আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সে ওই ইউনিয়নের পূর্ব টইটং এলাকার মৃত আবুল কালামের পুত্র বলে জানা গেছে। স্থানীয়রা জানান সে দীর্ঘ দিন ধরে ইয়াবাসহ নানা ধরণের মাদক দ্রব্যর ব্যবসা করে যাচ্ছে। পেকুয়া থানার ডিউটি অফিসার এ এস আই জাহেদ এ প্রতিবেদককে ইয়াবা ব্যবসায়ী আটকের সত্যতা জানিয়ে তিনি বলেন ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: