ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ৩ জন এস,এস,সি পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া: index

পেকুয়া কেন্দ্র-১, পেকুয়া জিএমসি ইনষ্টিউিটশন ও পেকুয়া কেন্দ্র-২,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন এস,এস,সি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারী ইংরেজী ২য় পত্র বিষয়ে পরীক্ষায় নকল করার দায়ে ওই ছাত্রদের  বহিষ্কার করা হয়। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে বহিষ্কৃত ছাত্ররা হলেন-মগনামা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র আবদু রহমান, রোল-১২১২৫১, রাজাখালী ইয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রোল-৩৩১৬৯৭। অপরদিকে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন কেন্দ্র থেকে বহিস্কৃত ছাত্র হলেন বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ রাসেল, রোল-৩২১১৬০। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবুল হাসেম জানান, উপজেলা সমবায় অফিসার ওসমান গনি, একাডেমিক সুপারভাইজার উলফাত জাহান চৌধুরী ছাত্রদের নকল করার দায়ের বহিষ্কার করেন। অপরদিকে পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশনের কেন্দ্র সচিব মাষ্টার জহির উদ্দিন জানান, কেন্দ্রে বাইর থেকে আসা ভিজিল্যান্স টীম ওই ছাত্রকে নকল করার দায়ে বহিষ্কার করে। তারা  আরো জানান, এ বছরের জন্য ওই বহিষ্কৃত ছাত্ররা পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে না। যদি শিক্ষা বোর্ড আরো বেশী সময়ের জন্য বহিষ্কার করে তাহলে শিক্ষাবোর্ডই পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

পাঠকের মতামত: