ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় শিক্ষা উপকরন বন্টন ও মিড ডে মিল কর্মসুচীর উদ্বোধনে -জেলা প্রশাসক

FB_IMG_1472459949845-1নাজিম উদ্দিন, পেকুয়া :::

পেকুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমুহের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার ৫শত স্কুল ড্রেস বিতরন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো.আলী হোসেন। এসময় পেকুয়া উপজেলায় ৭টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসুচীর শুভ উদ্বোধনও করেন তিনি। পেকুয়া উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছেন। এছাড়া ১শত ২৭টি আনন্দ স্কুলের জন্য শিক্ষা উপকরন বন্টন করা হয়েছে। প্রাক প্রাথমিক শিক্ষা উপকরন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরন করেন জেলা প্রশাসক। এ উপলক্ষে গতকাল ২৯ আগষ্ট সোমবার এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ওইদিন উপজেলা পরিষদ হলরুমে সাড়ে ১১টার দিকে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো:আলী হোসেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার হানিফ চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্টিত ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এজিএম ছিদ্দিকুর রহমান, পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্টান পিএল ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পেকুয়া উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভাপতি এস.এম গিয়াস উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদা মোস্তফা, সারজানা রহমান, পেকুয়া উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, পেকুয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান এড.কামাল হোসেন, আ’লীগ নেতা বকতিয়ার উদ্দিন, উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী, টৈটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দনুর, শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন, মগনামা ইউপির চেয়ারম্যান শরাফুতুল্লাহ ওয়াসিম, প্যানেল চেয়ারম্যান মো.আলমগীর, মহিলা আ.লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, সদর আ’লীগ সভাপতি আযমখান, উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল আবছার, পেকুয়াবাজার বনিক সমিতির সভাপতি আকতার আহমদ ও সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌং, প্রকল্প কর্মকর্তা সৌভ্রত দাশ, প্রমুখ। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষকগন ও শিক্ষার্থীসহ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন। এদিকে ওইদিন বিকেলে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো.আলী হোসেন। ওইদিন পেকুয়ায় তার সফরকে ঘিরে নানান কর্মসুচী হাতে নেয় উপজেলা প্রশাসন। এদিকে সকালে জেলা প্রশাসক পেকুয়ায় আসেন। এসময় তিনি শিলখালী ইউপি কার্যালয় ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন। পরে শিলখালী উচ্চ বিদ্যালয়ে যান। দুপুরে পেকুয়া আনোয়রুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেন তিনি।

 

পাঠকের মতামত: