ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় রোয়ানু ক্ষতিগ্রস্ত দু’শ পরিবারকে রেডক্রিসেন্টের এক মাসের খাদ্য সহায়তা

qqqপেকুয়া প্রতিনিধি :::

পেকুয়ায় ঘুর্নিঝড় রোয়ানু ক্ষতিগ্রস্ত মগনামা ইউনিয়নে প্রায় দু’শ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা দিলেন রেডক্রিসেন্ট সোসাইটি। সম্প্রতি ঘুর্নিঝড় রোয়ানুর বিরুপ প্রভাবে মগনামা ইউনিয়নের পশ্চিম অংশের বেড়িবাঁধ বিলিন হয়। বিলিন হওয়া অংশ দিয়ে সাগরের জোয়ারের পানিতে উপকুলবর্তী ওই ইউনিয়নে বিপুল এলাকা পানিতে তলিয়ে যায়। বাড়িঘর বিধ্বস্থ হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিট ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁিড়য়েছেন। গতকাল বুধবার দুপুরে স্বেচ্ছাসেবী প্রতিষ্টান রেডক্রিসেন্ট এর পক্ষ থেকে মগনামা ইউনিয়নের দু’শ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তার জন্য নগদ চার হাজার একশত টাকা অনুদান দেয়া হয়েছে। গৃহনির্মান সামগ্রী হিসেবে এসব পরিবারের মাঝে একটি করে তারপলিন, বালতি, টুল কিটসসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে। উত্তর মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে রেডক্রিসেন্টের এসব ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিলি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারের সেক্রেটারী আবুহেনা মোস্তফা কামাল চৌধুরী, ইউনিট অফিসার পারভেজ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস কর্মকর্তা শিশির আহমদ, সহকারি কর্মকর্তা আহমদ শরীফ, হেড কোর্য়াটারস এসিসটেন্ট ডিরেক্টর নুরুল কবির, আর সি ওয়াই এর মো.শাহ আলম, শফিউল আলম, মো.তারেক, পেকুয়া থানার এস আই ওয়াহিদুজ্জামান, মগনামা ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি নাজেম উদ্দিন, কৃষকলীগ নেতা আফতাব উদ্দিন বাবুল, আ’লীগ নেতা রোস্তম আলী ও জাহাঙ্গীর আলম।

পাঠকের মতামত: