ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় মৌলভীপাড়া সড়কে চলছে সংষ্কার কাজ

নাজিম উদ্দিন, পেকুয়া ::::pekua-dc-new

পেকুয়ায় অবশেষে অবহেলিত মৌলভীপাড়া এবিসি সংযোগ সড়কের মাটি দ্ধারা সংষ্কার কাজ শুরু হযেছে। টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী অগ্রাধিকার প্রকল্প ভিত্তিতে ওই গ্রামীন সংযোগ সড়কটির সংষ্কার কাজ বাস্তবায়ন হচ্ছে। জানা গেছে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের মৌলভী পাড়া ও আশ পাশে প্রায় কয়েকশত পরিবারের বসতি রয়েছে। এসব পরিবারের অন্যতম যোগাযোগ ব্যবস্থা সোনাইছড়ি মৌলভীপাড়া থেকে এবিসি সড়ক পর্যন্ত। ১৯৯৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ব্রিক সলিং দ্ধারা সড়কটি নামে মাত্র সংষ্কার কাজ সম্পন্ন করে। নিয়মিত রক্ষনাবেক্ষন ও সংষ্কার না হওয়ায় দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় ছিল। ২০১৫সালের প্লাবন, প্রতিবছরের বর্ষার সময় পাহাড়ী ঢল ও বৃষ্টির পানিতে সড়কটি অধিকাংশ সময় তলিয়ে যায়। পানিবন্দি থাকায় সড়কটি বিলিন হয়ে যায়। গতকাল বুধবার সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে স্কেবেটর দিয়ে সড়কের মাটি দ্ধারা পূণঃসংষ্কার কাজ চলছে। গত কয়েকদিন আগে থেকে এ সড়কের সংষ্কার কাজ বাস্তবায়ন করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। এসময় ওই রাস্তাটির সোনাইছড়ি মৌলভীপাড়া মৌলভী জামালের বাড়ি থেকে পশ্চিমে এবিসি সড়ক পর্যন্ত প্রায় আধা কিলোমিটারে চলছে নতুন করে মাটি ভরাটের কাজ। সূত্র জানিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ ওই সড়ক সংষ্কারের উদ্যোগ নেয়। তবে এখনো সরকারী কোন বরাদ্ধ না মিললেও স্থানীয় চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী এর অর্থের যোগান দিচ্ছেন। স্থানীয় ইউপি সচিব মোঃ আবদুল আলিম, মেম্বার যুবলীগ নেতা হেলাল উদ্দিন এমইউপি ও আরো অনেকে জানান, সড়কটি ওই ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ সড়ক। গ্রামীন জনগোষ্টির বিপুল অংশ ওই সড়ক দিয়ে চলাচল করে। মৌলভীপাড়া রমিজপাড়া আবদুল্লাহপাড়া ও পূর্ব সোনাইছড়ির হাজার হাজার মানূষ এ সড়ক দিয়ে যাতায়ত করেন। জানা গেছে সড়কটি মাটি ভরাটের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৫লক্ষ টাকা। চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, মাটি ভরাটের দু’তিন মাস পর এ সড়কটি ব্রিক সলিংয়ের আওতায় নিয়ে আসা হবে। এখনো সরকারী অর্থ বরাদ্ধ পায়নি। যখন বরাদ্ধ পাবো তখন ব্যয়িত টাকা এর সাথে সমন্বয় করা হবে।

পাঠকের মতামত: