ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ভুমিহীন বাছাই প্রক্রিয়া সম্পন্ন

নাজিম উদ্দিন,পেকুয়া ::pekua,,

পেকুয়ায় দু’ইউনিয়নে ভুমিহীন বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নে সরকারের ১নং খাস খতিয়ান ভুক্ত সম্পত্তি বরাদ্দ পেতে উপকারভোগি বাছাই করা হয়েছে। ওইদিন দুপুর ১২টার দিকে মগনামা ইউনিয়নের ভুমিহীন বাছাই প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এর বাছাই হয়েছে। একইভাবে দুপুর ২টার দিকে উজানটিয়া ইউনিয়নেও ভুমিহীন উপকারভোগি বাছাই চুড়ান্ত করা হয়েছে। পেকুয়ার সহকারি কমিশনার (ভুমি) সালমা ফেরদৌস দু’ইউনিয়নের আবেদনকারীদের উপকারভোগি হিসেবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এ সময় দু’ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ও শহিদুল ইসলাম চৌধুরী, বাছাই কমিটির সদস্য কানুগো আলমগীর, পেকুয়া সদরের ইউনিয়ন ভুমি সহকারি (তহশীলদার) রফিকুল ইসলাম, আমাতুর রহিম, মোস্তাক আহমদ, জিএমসির প্রধান শিক্ষক জহির উদ্দিন, মুক্তিযুদ্ধা কমান্ডার ছাবের আহমদ, ছনুয়া রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার, পেকুয়া ভুমি অফিসের প্রধান সহকারি শামসুল হুদা ছিদ্দিকী, মগনামার বনবিট কর্মকর্তা নিজাম উদ্দিনসহ বাছাই কমিটির কর্মকর্তা ও দু’ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিব এ সময় উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: