ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় পুলিশ সদস্যকে মারধর করলেন সাবেক চেয়ারম্যান

n i babul pekuaপেকুয়া প্রতিনিধি.

পেকুয়ায় পুলিশের এক সদস্যকে মারধর করলেন রাজাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল।  বুধবার(২২জুন) সকাল সাড়ে ১০টার দিকে রাজাখালী পুলিশ ফাঁড়ির মুল ফটকে কর্মরত কনেস্টেবল মো: সাঈদুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ওই চেয়ারম্যান। এ বিষয়ে ফাঁড়ির পুলিশ সদস্য মো: সাঈদুর বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী রুজু করেছেন বলে নিশ্চিত করেছেন ইনচার্জ হাফিজুর রহমান। যার নং ২৯০/১৬ইংরেজি।

 প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইউপি কার্যালয়ে আসেন সাবেক চেয়ারম্যান বাবুল। একই ভবনে পুলিশ ফাঁড়ি হওয়ায় মুল ফটক তালাবন্ধ ছিল। তবে, ফটকের অদুরেই দায়িত্বরত সেন্ট্রি সাঈদুল বসে ছিলেন। চেয়ারম্যান ভবনে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি তার পরিচয় জানতে চায়। আর এতেই ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। পরে, চেঁচামেচি শুনে ফাঁড়ির আইসি হাফিজুর রহমান এগিয়ে এসে চেয়ারম্যানের পরিচয় পেয়ে দরজা খুলে দেন। তখন সাবেক চেয়ারম্যান পুলিশ সদস্য সাঈদুলকে আক্রমন করে বসে। আইসি’র সামনেই চেয়ারম্যান সাঈদুলকে চড়-থাপ্পর মারেন। কিন্তু সাঈদুলকে মারার বিষয়টি আইসি হাফিজুর রহমান অস্বীকার করেন। এক পর্যায়ে চেয়ারম্যানের সাথে থাকা সাবেক ইউপি সদস্য ওবাইদুদ আলী পুলিশ সদস্যদের গুলি করে মেরে ফেলার হুমকিও দেয়।

 রাজাখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টেকনাফে আনসার ক্যাম্পে হামলার ঘটনার পর উর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ফাঁড়িতে নিরাপত্তা জোরদার করতে বলা হয়। যার কারণে সবসময় পুলিশ সদস্যদের পালাক্রমে ডিউটিতে রাখা হয়।

 তবে, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল এ রকম কোন ঘটনা ঘটার কথা অস্বীকার করেছেন।

পাঠকের মতামত: