ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

solil somadiশাখাওয়াত হোছাইন, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব গোঁয়াখালী এলাকায়। নিহত শিশুর নাম আবু হায়দার ইসলাম বোরহান (৪)। সে ওই এলাকার জহিরুল ইসলামের ছেলে। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, ওই দিন সকালে আবু হায়দার ইসলাম বোরহান পুকুর পাড়ে বড়ই কুড়াতে গিয়ে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে স্থানীয়রা তার ভাসমান নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে এ সময় মৃত. ঘোষনা করেন। ওইদিন সকাল ১১টায় তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত: