ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় নকল বেকারীর পন্যে বাজার সয়লাব

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় চলছে নকল বেকারী ও কনফেকশনারীর ছড়াছড়ি। খাদ্যপন্য উৎপাদনে নেই কোন অনুমোদন। এরপরও থেমে নেই এ সব নকল বেকারীর পন্য উৎপাদন। পেকুয়ায় নকল বেকারী ও খাদ্যপন্য উৎপাদন কনফেকশনারীর পন্য উৎপাদনে ছড়াছড়ি চলছে। পেকুয়ার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে নকল বেকারী। এ দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতলা বাজারেও চলছে নকল খাদ্যপন্য উৎপাদন। আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা বাজারের ব্রীজের নিকট সানিয়া বেকারী নামে একটি প্রতিষ্টান বিগত কয়েক বছর ধরে ভেজাল পন্য উৎপাদনে জড়িত। বিস্কুট, পাউরুটি, চনাচুর, প্যাটিস,কেক, বাটারবনসহ নানাধিক খাদ্যপন্য উৎপাদন করছে এ প্রতিষ্টানটি। সানিয়া ফুড এন্ড প্রোডাক্ট নাম দিয়ে এ প্রতিষ্টান নিজস্ব লগো ব্যবহার করে এ সব উৎপাদিত পন্য বাজারজাত করছে। পেকুয়া উপজেলার বিভিন্ন দোকানে এ বেকারীর পন্য বিক্রি হচ্ছে। বাজারজাত শক্তিশালী করতে বেকারীর নিজস্ব জনবল আছে। আছে ভ্যানগাড়ী। পেকুয়া উপজেলা ছাড়াও পাশর্^বর্তী চকরিয়া ও বাঁশখালী উপজেলায় এ বেকারীর পন্য মার্কেটে। স্থানীয়রা জানায়, ধনিয়াকাটার মৃত আজিজুর রহমানের ছেলে ইসমাইল এ বেকারীর মালিক। তিনি বেকারীতে ভেজাল পন্য উৎপাদন করছেন। এ সব পন্য বিভিন্ন দোকান ও বাজারে সরবরাহ করছে।

পাঠকের মতামত: