ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় জঙ্গী অভিযোগে ২মাদ্রাসা ছাত্র আটক

grepএম.জুবাইদ.পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় জেহাদী বই নিয়ে মাদ্রাসার ২ছাত্রকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করেছে পুলিশ। যা নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানা মিশ্র প্রতিক্রিয়া । জানা যায়, গত ১৩ মার্চ সোমবার ভোর রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সিমুরা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় স্থানীয় বজলুর রহমানের পুত্র পহরচাঁদা ফাজিল মাদ্রাসার নবম শ্রেনী পড়ুয়া ছাত্র রিয়াদুল হক(১৯) ও তার অপর ভাই মোঃ আজিজ(২৪) নামের দু’ জনকে আটক করে পেকুয়া থানা পুলিশ। এসময় বাড়িতে তল্লাশী চালিয়ে ২০১৪ সালে হিজবুত তাহরীর সংকলিত ২টি প্রকাশনা বই উদ্ধার করে। পরে, এঘটনায় ধৃতদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল ১৪ মার্চ সোমবার চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপর্দ করে পুলিশ। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া জানান ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ তদন্ত করা হচ্ছে।

 

পাঠকের মতামত: