ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় চিংড়ি পোনাসহ গাড়ি জব্দ, নদীতে পোনা অবমুক্ত

aaপেকুয়া প্রতিনিধি.

কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি পোনাসহ গাড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। গতকাল ২০ আগষ্ট শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়াবাজার থেকে গাড়ি ভর্তি চিংড়ি পোনা জব্দ করে। অবৈধ বাগদা ও গলদা চিংড়ি পোনা পরিবহন ও বাজারজাত করার দায়ে জড়িতদের বিরুদ্ধে পেকুয়ায় ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করে। এসময় জব্দকৃত চিংড়িপোনা রাত সাড়ে ৭টার দিকে মাতামুহুরী নদীতে অবমুক্ত করেন পেকুয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মারুফুর রশিদ খান। জানা গেছে, ওইদিন বিকেলে উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া জেটিঘাট ও মগনামা জেটি ঘাট থেকে বিপুল পরিমান বাগদা ও গলদা চিংড়ি পোনা ভর্তি করে একটি পিকআপ মোকামে বিক্রির জন্য মগনামা-বরইতলী সড়ক হয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পোনা ভর্তি ওই পিকআপ গাড়িটি জব্দ করে মৎস্য অফিস। উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা জিয়া উদ্দিন জানায়, প্রায় ২ লক্ষাধিক টাকার মূল্যোর পোনাসহ গাড়ি জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মারুফুর রশিদ খান জানান, মৎস্য আইনে পোনা ধরা ও বাজারজাত করা বেআইনি। তাই এদেরকে করা হয়েছে জরিমানা ও পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত: