ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে টাকা লুট

পেকুয়া প্রতিনিধি ::pekua,,

পেকুয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে নগদ ৫০হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাজাখালী ফাঁড়ির আইসি ঘটনাস্থল যান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তির নাম মৌ.আব্দু ছাত্তার (৪৮)। তিনি ওই ইউনিয়নের পালাকাটা এলাকার হাজি¦ আব্দুল মতলবের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় ওইদিন সন্ধ্যায় মৌলভী আব্দু ছাত্তার সবুজ বাজারে টিপুর কুলিং কর্নারে নাস্তা করছিলেন। এ সময় পালাকাটা এলাকার মৃত.এরশাদ আলীর ছেলে শফিউল আলম, শামসুল আলম, বদরুজ্জামানের ছেলে জুনাইদ আব্দু ছাত্তারকে টানা হেচড়া করে দোকান থেকে রাস্তায় নিয়ে আসে। এক পর্যায়ে তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করতে বাজারের ব্যবসায়ী আব্দু মালেক এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। মৌলভী আব্দু ছাত্তার জানায় আমিসহ তিনজন লোক টিপুর দোকানে নাস্তা করছিলাম। আমাকে পিটিয়ে তারা ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই টাকা টিপুর কাছ থেকে ঘটনার একটু আগে নিয়ে ছিলাম। আমি শফিউল আলম গংদের লবন মাঠ লাগিয়াত দেয়নি। এ নিয়ে তাদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এর রেশ ধরে তারা আমাকে প্রকাশ্যে হামলা চালায়। স্থানীয়রা জানায় শফিউল আলম ও শামসুল আলম এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাজাও রয়েছে তাদের বিরুদ্ধে।

পাঠকের মতামত: