ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা

বার্তা পরিবেশক :
পেকুয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মনজুর বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নালিশি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী দায়ের করা মামলার আর্জিতে দাবী করেছেন, বিবাদী পেকুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ব্যবসায়ীক পাওনা বাবত ১০লাখ (দশ লাখ) টাকার একটি চেক সাউথ ইস্ট ব্যাংক (চকরিয়া শাখা) প্রদান করে। কিন্তু মামলার বাদী চকরিয়া পৌরসভার ভরামুহুরী গ্রামের মরহুম বদিউর রহমানের পুত্র মামুনুল করিম মামুন ওই চেক নিয়ে একাধিকবার টাকা উত্তোলণের জন্য ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে পারেনি। ব্যাংক কতৃপক্ষ বিবাদীর অপর্যাপ্ত তহবিলের কারণে চেকটি ফিরিয়ে দেয়। পরে বাদী তার পাওনা টাকা আদায়ের লক্ষ্যে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ নালিশি মামলাটি দায়ের করেন। বিজ্ঞআদালত গত ৭মে/২০১৮ ইং মামলাটি আমলে নিয়ে বিবাদীর প্রতি সমন জারি করেছেন। মামলা নং সি আর ৪৫৩/১৮

পাঠকের মতামত: