ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

দেশবিদেশ ও দৈনিক হিমছড়িতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ২৪ জুলাই দৈনিক হিমছড়ি ও দেশবিদেশ পত্রিকায় মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে অর্থের বিনিময়ে শ্রমিক নিয়োগর অভিযোগ র্শীষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। মূলত মাতারবাড়ীতে হুনদাই ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন প্রতিষ্ঠানের আমি একজন এড্মি অফিসার। জনবল নিয়োগের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। লেভার নিয়োগর দায়িত্ব (এইচ.আর) এর। আমি ২০১৭ সালের নভেম্বর মাস থেকে উক্ত কোম্পানীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে সুনামের সাথে দায়িত্ব পালান করে আসছি। অর্থের বিনিময়ে আমি তো শ্রমিক নিয়োগ দেয়া দূরের কথা; হুনদাই ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকসন কোম্পানী আন্তজার্তিক একটি ঠীকাদারী প্রতিষ্ঠান। হুনদাই ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকসন কোম্পানীর নাম ভাঙ্গিয়ে কে বা কারা অর্থ হাতিয়ে নিলে তা হুনদাই কর্তৃপক্ষের উপর বর্তাবে না। এখানে অর্থের বিনিময়ে কোন ধরণের শ্রমিক নিয়োগ দিচ্ছে না। কিন্তু এখানকার কিছু দালাল শ্রেণীর লোক আমাকে শ্রমিক নিয়োগ দেয়ার জন্য অনুরোধ করলে আমি তা প্রত্যাখান করি। এতে ক্ষুদ্ধ হয়ে ঐ দালালরা সুবিধা আদায় করতে না পেরে আমার বিরুদ্ধে সংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি পরিবেশন করেছে। উক্ত পত্রিকা সংবাদিক আনিত অভিযোগটি কোন ধরণের যাচাই-বাচাই না করে এবং আমার কোন বক্তব্য না নিয়ে অহেতুক পত্রিকান্তরে আমার বিরুদ্ধে সংবাদটি প্রকাশ করে আমার এবং হুনদাই কোম্পানীর দীর্ঘ দিনের সুনাম ক্ষুন্ন করেছে। আদৌ সংবাদটিতে বিন্দু মাত্রই সত্য নেই। যেহেতু আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভূঁয়া ও কাল্পনিক বলে আমি দাবী করছি। মাতারবাড়ী বাসী অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সর্ব মহলকে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী-

নজরুল ইসলাম

এড্মি অফিসার, হোন্দাই কোম্পানী,

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প।

পাঠকের মতামত: