ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমীর সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক ::

২-০ ম্যাচে স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীকে হারিয়ে ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমী সিরিজ জয়লাভ করেছে। গতকাল ৬ মে সকাল ১০ টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ প্রতিপক্ষকে ৭৮ রানে পরাজয় করে। নির্ধারিত ৪০ ওভারে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সফরকারীরা। স্বাগতিকদের বোলিং তোপে ৩৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমীর ইনিংস। দলের পক্ষে রিমন ৫৭, তাহমিদ ২৭ রান, পারভেজ ১১ ও সুমন ১৩ রান করেন। একাডেমীর নবীর ২, আজিজ রাসেল, ফয়সাল, আকিব, রহিম ও রেজা ১টি করে উইকেট লাভ করেন। ১৫৮ রানের টার্গেটের জবাবে খেলতে নেমে তীব্র তাপদাহে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। যার জন্য মাত্র ৭৯ রানে অলআউট হয় স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ফলে ৭৮ রানে জয় সহ সিরিজের শিরোপা ঘরে তুলে নেয় রাজধানী ঢাকার ওই ক্রীড়া সংগঠনটি। কক্সবাজার ক্রিকেট একাডেমীর পক্ষে আকিব ১৬, ইমরান ১১ ও আজিজ রাসেল ১০ রান করে। ঢাকা শিশু কিশোর ক্রিকেট একাডেমীর সাইফুল ৫, রাহিম ৪ ও হাসান একটি উইকেট লুপে নেন। এদিকে সিরিজ জয়ের জন্য ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ, পরিচালক ও কোচ লতিফ উল্লাহ চৌধুরী ও সহকারি কোচ আতিকুর রহমান। কক্সবাজার ক্রিকেট একাডেমীর আথিতিয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমীর সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক ও কোচ শাহরিয়ার এবং প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহফুজুল হক।

পাঠকের মতামত: