ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগ ঈদগাঁও সাংগঠনিক উপজেলা কমিটি বিলুপ্ত

satro-logue_300685-300x194সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় বাংলাদেশ ছাত্রলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এবং সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ যৌথ স্বাক্ষরে এই কমিটি বিলুপ্ত করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের বরাত দিয়ে দপ্তর সম্পাদক শাহ নিয়াজ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অদ্য ১৪ জুন ২০১৬ ইং তারিখ হতে সাংগঠনিক গতিশীলতা এবং নেতৃত্বে বিকাশে সংগঠনের ভীত মজবুত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলার বর্তমান সভাপতি নুরশাদ মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতৃত্বধীন কমিটি অদ্য তারিখ হতে বিলুপ্ত ঘোষণা করা হলো।

 

পাঠকের মতামত: