ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

কৈয়ারবিল ইউনিয়নে এনামুল হক প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

101চকরিয়া নিউজ ডেস্ক :

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে চতুর্থ বারের নির্বাচিত এম,ইউ.পি সদস্য এনামুল হক দ্বিতীয় বারের মত বিপুল ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান -১ নির্বাচিত হয়েছেন। আজ ১৬ আগষ্ট পরিষদ কার্যালয়ে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্যানেল চেয়ারম্যান ০২- রুপন দাশ ও প্যানেল চেয়ারম্যান ০৩ রোকসানা পারভিন নির্বাচিত হন। উক্ত প্যানল চেয়ারম্যান নির্বাচনে ১ নং পদে এনামুল হক (১০) ভোট ও মোজাহের আহমদ (০২) ভোট, প্যানেল- ২ এ রুপন দাশ (০৫) ভোট , আবু ইউসুফ (০৪) ভোট ও জহিরুল ইসলাম রাসেল (০৩) ভো পেয়েছে। মহিলা প্যানলে কোন প্রতিদ্বন্ধি না থাকায় রোকসানা পারভীন বিনাপ্রতিদ্বন্ধিতায় ৩ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নির্বাচন চলাকালে চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, সচিব মন্টু বড়–য়া, পরিষদের সকল চৌকিদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।  এনামুল হক দ্বিতীয় বারের মত ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কৈয়ারবিল বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাঠকের মতামত: