ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কটেজ থেকে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

las..কক্সবাজার প্রতিনিধি :::

আজ ৯ এপ্রিল শনিবার বিকালে পিন্টু দে (২৫) নামে কলাতলী সুগন্ধা পয়েন্টের ফাহিম কটেজ থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে । তিনি চট্টগ্রামের ফটিকছড়ি ভুজপুর থানার রাবার বাগান এলাকার মিলন দে’র পুত্র বলে হোটেল রেজিষ্টার থেকে জানা গেছে । কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন খান জানান-খবর পেয়ে আজ বিকেলে ৪টায় কটেজের ১০৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় ।

কটেজের ম্যানেজার শমশেদ আলম জানান , গতকাল রুমটি ভাড়া দেয়া হয়েছিল । আজ চেক আউট টাইমে রুম চেক করতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে জানালা থেকে উকি দিয়ে ফ্যানের সাথে লটকানো অবস্থায় দেখে থানায় খবর দেয় । এরপর পুলিশ এসে কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

 

পাঠকের মতামত: