ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির ২য় বর্ষপূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি :

জমকালো ও উৎসবমূখর আয়োজনে উদযাপিত হয়েছে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির ২য় বর্ষপূর্তি। বর্ষপূর্তি উপলক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বসেছিল সারাদেশের ১০৫ টি সংগঠনের প্রায় ৩০ হাজার স্বেচ্ছায় রক্তদাতাদের মিলন মেলা।

বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩১ জুলাই বিকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি কলাতলীর ডলফিন সড়ক মোড় ঘুরে পূণরায় সাংস্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়।

পরে সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন নবনির্বাচিত পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির এডমিন জাহাঙ্গীর আলম জ্যাকের সভাপতিত্বে ও এডমিন আশরাফুল হাসান রিশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদি রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেল আহমেদ নোবেল, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মনজুর হাসান, শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইকবাল রিপন।

নবনির্বাচিত পৌর কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোর্শেদ আহমেদ বাবু, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার।

বর্ষপূর্তি অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির কর্মকর্তারা জানান, জেলার প্রায় ৮০ শতাংশ রক্ত সংগঠনটি বিনামূল্যে ব্যবস্থা করে দেয়। গত দুই বছরে ১২ হাজার ব্যাগ রক্ত ব্যবস্থা করেছেন তারা। শুধুমাত্র রক্ত ব্যবস্থায় থেমে নেই সংগঠনটি। একই সাথে তারা গত দুই বছরে আটজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।

পাঠকের মতামত: