কক্সবাজারের উখিয়ার ইনানীতে ছেলেকে মায়ের জানাযা থেকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা চালিয়ে হাত কড়াসহ সাজাপ্রাপ্ত এক আসামীকে ছিনিয়ে নিয়েছে জানাযায় আসা লোকজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সোনাইছড়ি জামে মসজিদ প্রাঙ্গনে। জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি জামে মসজিদে নুরুল ইসলামের স্ত্রী ছুবিয়া খাতুনের নামাজে জানাযা পড়ার সময় তার ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজাপ্রাপ্ত আসামী পশ্চিম সোনাইছড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে মাহমুদুল হককে কোন অফিসার ছাড়া ইনানী পুলিশ ফাঁড়ির ২ টি কনষ্টেবল সিভিল পোশাকে তার মায়ের জানাযা থেকে হাত কড়া পড়িয়ে নিয়ে যাওয়ার সময় জানাযায় উপস্থিত হওয়া লোকজন ওই দুই কনষ্টেবলকে গণধুলাই দিয়ে হাত কড়াসহ আসামীকে ছিনিয়ে নেয় বলে জানা যায়। ঘটনার ১ ঘন্টা পর ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌছেন এবং হাত কড়া উদ্ধারের তৎপরতা চালাচ্ছে বলে জানা যায়। চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হাত কড়া উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানান। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মায়ের জানাযা থেকে ছেলেকে গ্রেপ্তারের মত ঘটনা খুব লজ্জা জনক বলে দাবী করেন তিনি। এ ব্যাপারে ইনানী পুলিশ ফাঁড়ির আইসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং পত্রিকায় রিপোর্ট না করার জন্য অনুরোধ জানান।
পাঠকের মতামত: