ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

উখিয়ায় ইউপি নির্বাচনঃ ৩১৪ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

01-300x180উখিয়া প্রতিনিধি :::::
কক্সবাজারের উখিয়ায় আগামী ৪ই জুন ৫টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা মাঠে ময়দানে গণসংযোগ শুরু করে দিয়েছে। এ পর্যন্ত ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ-বিএনপি-
জাতীয়পার্টি ও স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ২৫ জন চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এছাড়াও সাধারণ সদস্য হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৩১ জন ও সংরক্ষিত মহিলা হিসেবে ৫৮ জন। জানা গেছে, রাজাপালং ইউনিয়নে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহকামাল চৌধুরী, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক একেএম নুরুল বশর ভূঁইয়া। রতœাপালং ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাইরুল আলম চৌধুরী, বিএনপি সমর্থিত নুরুল কবির চৌধুরী, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, আওয়ামীলীগ নেতা মাহবুল আলম ও নুরুল হুদা। হলদিয়াপালং ইউনিয়নে মাহবুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী, ইমরুল কায়েস চৌধুরী, মোঃ শাহ আলম, বিএনপি নেতা এসএম শামশুল আলম, এসএম এনামুল হক, মফিদুল হক ও আমিনুল হক আমিন। জালিয়াপালং ইউনিয়নে বিএনপি নেতা নুরুল আমিন চৌধুরী, এড. শাহ আমিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা এসএম ছৈয়দ আলম, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী এসএম জসিম উদ্দিন। পালংখালী ইউনিয়ন থেকে আওয়ামীলীগ নেতা আলী আহাম্মদ, সাহাদাৎ হোসেন জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী মাওলানা শাহ আলম। রাজাপালং ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৫৯ জন, সংরক্ষিত মহিলা পদে ১৪ জন। হলদিয়াপালং ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন। জালিয়াপালং ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১১ জন। রতœাপালং ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৩৬ জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন। পালংখালী ইউনিয়ন থেকে সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৪৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩ জন। বিএনপির ৫ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত হলেও এখনো পর্যন্ত আওয়ামীলীগের প্রার্থীর তালিকা চূড়ান্ত করতে পারেনি। জানা গেছে, পালংখালী ইউনিয়ন থেকে ৫ ইয়াবা ব্যবসায়ী সাধারণ সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

পাঠকের মতামত: