ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঈদগাঁওর শ্রমিকরা রোহিঙ্গাদের কাছে জিম্মি !

wwসেলিম উদ্দিন, ঈদগাঁও ::

চলতি ধানকাটা মৌসুমকে ঘিরে কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে ভিনদেশীয় তথা রোহিঙ্গা শ্রমিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশীয় শ্রমিকরা। এ নিয়ে তারা বেশ বেকায়দায় রয়েছে।

জানা যায়, বৃহত্তর ঈদগাঁও তথা ছয় ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগঞ্জে চলতি ধানকাটা মৌসুমকে সামনে রেখে শ্রমিকদের রমরমা জোয়ার চলছে। সে জোয়ারে ভিনদেশীয় (রোহিঙ্গা)দের কাছে অসহায় হয়ে পড়েছে দেশীয় তথা স্থানীয় শ্রমিকরা। বিশাল এলাকা জুড়ে সোনালী ধান কাটা মৌসুমে শ্রমিকদের কদর বেড়েই চলছে সবখানে। সে হিসেবে জেলা সদরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে নিউ ফোরস্টার চত্বরে প্রতিদিনই চোখে পড়ে শ্রমিক বিকিকিনির হাট। একদিকে এ শ্রমিকদের কদর অন্যদিকে দ্বিগুণ দাম। দুই সমস্যা নিয়ে মহা টেনশনে ভোগছেন চাষারা। ঈদগাঁওর হাট বাজারের দিন বাজারে বেশ কয়েকজন কর্মজীবী শ্রমিকদের সাথে কথা হলে তারা উখিয়ার থেকে এসেছেন, তাদের নিজবাড়ী মায়ানমার, তারা সম্প্রতি দেশে এসে এ কাজে সম্পৃক্ত হয়েছে বলে জানায়। অপরদিকে আরো দুই শ্রমিকের সাথে কথা হলে তারা রামু থেকে এসেছে বলে জানায়। তাদের অভিযোগ, চাষাদের কাছে মোটামুটি দামে বিক্রি হলেও কিন্তু নাফ নদী পার হয়ে আসা রোহিঙ্গারা কমদামে বিক্রি হচ্ছে। এতে করে দেশীয় শ্রমিকরা চরমভাবে বেকায়দায় রয়েছে।

পাঠকের মতামত: