ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সম্ভাবনাময় বিনোদন স্পট “গোয়ালিয়া”

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: বর্তমান সময়ে সম্ভাবনাময় বিনোদন স্পটে পরি ণত হয়েছে খুনিয়াপালংয়ের গোয়ালিয়া।করোনাকালীন কঠিন পরিস্থিতিতে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এবারের ঈদে পর্যটকশূন্য সব স্পট।
দীর্ঘকাল যেন উৎসবহীন এক ঈদ। পৃথিবীর দীর্ঘ তম সমুদ্র সৈকত কক্সবাজারে পর্যটকদের আনা গোনা বন্ধ থাকলেও ভ্রমনপিপাসু নরনারী এবার ভিড় জমিয়েছে রামুর খুনিয়াপালংয়ের সম্ভবনা ময়ী আরেক বিনোদন স্পট গোয়ালিয়াতে।

আঁকাবাঁকা সড়ক, উঁচু নিচু পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য যেন মন কেড়ে নেয় পর্যটকদের। দৃষ্টি নন্দন সম্ভাবনাময়ী এ বিনোদন স্পট দেখতে নানান স্থান থেকে পর্যটকরা আসছে গোয়ালিয়া তে। যেটি স্থানীয়রা মনের মাধুরী মিশিয়ে অন্তরে গেঁথে রেখেছে।

সোমবার (১৭মে) ঈদের ৪র্থ দিন পড়ন্ত বিকেলে পর্যটকের আনাগোনা যেন লক্ষ্যনীয় নব স্পটে। তবে বেশিভাগই পর্যটক উঠতি প্রজন্মের যুবক-যুবতী।
দেখা যায়,আঁকাবাঁকা সড়ক আর পাহাড়ী রাজ্যে কেউ সেলফিতে ব্যস্ত, কেউবা নিরবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, অন্যরা আপনজনের সাথে ঘুরাঘুরি করতে।

পর্যটক ও সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল ইমরান তাওহীদ রানা জানান,অনলাইন মাধ্যমে
প্রচারের পর জীবনের প্রথম এখানে বিনোদন স্পট দেখতে আসা। এসে দেখিই মনোমুগ্ধকর একটি সম্ভাবনাময়ী পর্যটন কেন্দ্র। দর্শকদের উপস্থিতিও কম নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই এ বিনোদন স্পটককে নতুন মাত্রায় পর্যটকদের কাছে আকৃষ্ট করতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরো দুই তরুন পর্যটক জানিয়েছেন,নতুন হিসেবে অল্প সময়েই পর্যটক দের কাছে জনপ্রিয়তা অর্জন করছে গোয়ালিয়া নামের সম্ভাবনার এই স্পট। যা প্রত্যান্ত গ্রামগঞ্চ এর তরুন তরুনীদের নজর কেটেছে। বৈকালেই বিনোদন আর আড্ডার নতুন সংযোজন এটি।

পাঠকের মতামত: