ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রামুতে ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমির উদ্বোধন

নীতিশ বড়ুয়া, রামু :: রামুতে ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে একাডেমির শুভ  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদস্য বিজন বড়ুয়া। রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ এম. আশরাফুল আজিজ সুজন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, হামিদ উল্লাহ চৌধুরী প্রমুখ। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে রামু স্টেডিয়ামে এ একাডেমির উদ্বোধন হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও একাডেমির পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, আগামীতে ফুটবলের পাশাপাশি নব-প্রতিষ্ঠিত ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমি যেন ক্রিকেট অঙ্গনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে সে ব্যাপারে একাডেমির কর্মকর্তাদের আন্তরিক ভাবে সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক কোমলমতি শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে অভিভাবকদের আহবান জানিয়ে বলেন, খেলাধুলা মানুষকে সুস্থ রাখে। এমপি কমল এ একাডেমির সফলতায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। রামু স্টেডিয়ামের এক কর্ণারে ফুটবলার ও ক্রিকেটারদের ওয়াশরুম এবং অফিস করার জন্য উপজেলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নিলে সাইমুম সরওয়ার কমল এমপি সার্বিক সহযোগীতা প্রদান করবেন বলে জানান। এমপি কমল তাঁর পিতা ওসমান সরওয়ার আলম চৌধুরীর নামে ‘ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমি’ প্রতিষ্ঠা করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা বলেছেন, ওসমান সরওয়ার আলম চৌধুরী শুধু ক্রীড়াক্ষেত্রে নয়। তিনি রাজনীতি, কুটনীতি, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রেখে কক্সবাজার জেলার শ্রেষ্ট সমাজ সেবক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। ওসমান সরওয়ার আলম চৌধুরী ছিলেন একটি প্রতিষ্ঠান। আগামীতে তাঁর নামে একটি ফাউন্ডেশন করার প্রস্তাব করেন বিশেষ অতিথিরা। বৃহত্তর ঈদগাঁও ক্রিকেট একাডেমির কোচ মো. শাহরিয়ার খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অতিথিদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দিত করেন ওসমান সরওয়ার ক্রিকেট একাডেমির পরিচালক এন্ড হেড কোচ মো. রবিউল হাসান রিয়াদ।

পাঠকের মতামত: