ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

শাহীন হত্যার প্রতিবাদে আবারো উত্তাল উখিয়া

Press-Pic-BSL-1প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন শাহীনের হত্যার প্রতিবাদে আবারো জেগে উঠেছে উখিয়া বিক্ষুব্ধ জনতা। শাহীন হত্যার মূল হোতা খুনি সরওয়ার কামাল পাশা বীরদর্পে জনপ্রকাশ্যে ফেরায় ও শাহীন হত্যার প্রতিবাদে ছাপানো ব্যানার পোষ্টার ছিড়ে ফেলায় মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। রবিবার বিকেলে ছাত্র জনতার এক বিশাল মিছিল উখিয়া ষ্টেশন প্রদক্ষিণ করে উখিয়া থানার সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন শাহীন হত্যার বিচার দ্রুত করা না হলে উখিয়া টেকনাফ সড়ক রাজপথ অচল করা দেওয়া হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে সমাবেশের বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে শাহীনের খুনিদের গ্রেফতারের দাবী জানান।

উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইদুল আমিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তাঁতীলীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীনের মামা জাফর আলম ভুলু, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক বশির আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক তৌহিদুল আলম তৌহিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নুর মোহাম্মদ শেখর, সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার আহাম্মদ শেখ, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনিছুল মোস্তাফা, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল ছাত্রলীগের আহবায়ক লুৎফুর রহমান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, উখিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইছহাক, রাজাপালং মাদ্রাসা ছাত্রলীগের আহবায়ক এহসানুল হক প্রমূখ। উল্লেখ্য, আজ বিকেলে শাহীন হত্যার বিচারের দাবীতে বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।

 

পাঠকের মতামত: