ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

গর্জনিয়া বাজারে রাইচমিলসহ ১১টি দোকান আগুনে পুড়ে ছাই

রামু প্রতিনিধি :: রামু উপজেলার বৃহত্তর গর্জনিয়া বাজারে আগুনে পুড়ে গেছে বড় রাইচমিলসহ ১১ টি দোকান। এতে ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে আনুমানিক ৩ কোটি টাকার উপরে।

সোমবার (১১ জানুয়ারী ) দিনগত রাত দেড়টার দিকে আবু তাহের কোম্পানীর রাইচমিলের শর্ট সার্কিট বৈদ্যুতিক শটসার্কিত থেকে এ অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস।

বাজারের ব্যবসায়ী কায়সার জানান, তাহের কোম্পানীর রাইচমিল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে, তা মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশ-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াইটার দিকে এসে আগুন নেভাতে শুরু করেন। এতে সাধারণ মানুষ, পুলিশ ও ফায়ার কর্মীদের যৌথভাবে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে বাজারের বড় রাইচমিলসহ ১১টি দোকান পুড়ে যায়। গর্জনিয়া বাজার আগুনে জ্বলছে এমন খবর পেয়ে, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা, রামু সহকারী ভূূূমি কমিশনার সরোওয়ার উদ্দিন, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক ফরহাদ আলী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ নোমান বাপ্পী।

উল্লেখ্য, গত বছরের উল্লেখিত ওইদিনে একই সময়ে, আবারও গর্জনিয়া বাজারে ভয়াবাহ অগ্নি কান্ডে বেশ কয়টি দোকান পুড়ে ২ জন মারা গিয়েছিল।

 

 

পাঠকের মতামত: