ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনার ঢেউ মোকাবেলায়

চকরিয়া প্রেস ক্লাবের সদস্যদেরকে উপজেলা প্রশাসনের সুরক্ষাসামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চকরিয়া প্রেস ক্লাবের সদস্যদের জন্য চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষথেকে সুরক্ষাসামগ্রী (কঘ৯৫ মাস্ক ও পিপিই) প্রদান করা হয়েছে। সোমবার বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে সুরক্ষাসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.তানভীর হোসেন। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, চেয়ারম্যান জসীম উদ্দিন, চেয়ারম্যান শওকত ওসমান ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।

সুরক্ষাসামগ্রী গ্রহণকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আর মাহমুদ, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সহ-সভাপতি রফিক আহমদ ও মনজুর আলম, অর্থ সম্পাদক এম জিয়াবুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক এম মনছুর আলম ও দপ্তর সম্পাদক বাপ্পী শাহরিয়ার।

পাঠকের মতামত: