ঢাকা,মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

উখিয়ার বহুল আলোচিত মাদ্রাসার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষনা, অন্তর্বর্তীকালীন মাদরাসা, মসজিদ পরিচালনা কমিটি গঠন

12144705_889534974455838_5989135785643671443_nমাহমুদুল হক বাবুল, উখিয়া ::

উখিয়ার করইবনিয়া এলাকায় প্রতিষ্ঠিত তথাকথিত আহলে হাদীস মতাদর্শী বিতর্কিত মাদরাসা, মসজিদের পূর্বের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বিকাল ৩টায় উক্ত মসজিদ প্রাঙ্গনে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘক্ষণব্যাপী অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী করইবনিয়া মসজিদ, মাদরাসা পরিচালনা করার জন্য ১৬ সদস্য বিশিষ্ট ৬ মাসের জন্য একটি অন্তবর্তীকালীন কমিটি গঠন করে দিলে এলাকার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর উদ্দিন মোঃ শিবলী নোমানকে অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে । কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন শিক্ষা কর্মকর্তা শামীম ভুঞা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কায়কিসলু, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, রাজাপালং মাদরাসার অধ্যক্ষ একেএম আবুল হাছান আলী, রুমখাপালং ইসলামিয়া আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, ষ্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুল হক, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, রতœাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, ইউ,পি, সদস্য ও আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এড. আইয়ুবুল ইসলাম, মসজিদের জমিদাতা আবুল কালাম, রাজাপালং মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা খাইরুল বশর, ইমাম সমিতির সভাপতি মাওলানা জাফর আলম, শিক্ষক সমিতির সভাপতি এস.এম. কামাল উদ্দিন, তথাকথিত বিতর্কিত মাদরাসা, মসজিদ প্রতিষ্ঠাতা বেলাল আহমদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাৎক্ষণিক সিদ্ধান্তের আলোকে হাফেজ মোঃ ফারুক হোসেনকে মসজিদের ইমাম নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য যে, সীমান্ত এলাকার অজপাড়া গাঁ করইবনিয়া গ্রামে ২ বছর আগে প্রতিষ্ঠিত এ মাদরাসা মসজিদের ধর্মীয় আচার, আচরণ নিয়ে স্থানীয় জনমনে সন্দেহের সৃষ্টি হলে এলাকায় দেখা দেয় চরম উত্তেজনা। এ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি ছাড়াও বেশ কয়েক বার সংঘর্ষ, হামলা, ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা করে, উদ্ভুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ক্ষমতার অনুবলে ইউএনও মোঃ মাঈন উদ্দিন উক্ত মসজিদ, মাদরাসার নিয়ন্ত্রণ গ্রহণ করে। বৈঠকের শেষ পর্যায়ে তথাকথিত আহলে হাদীস মতাদর্শী বেলাল উদ্দিনকে বিগত ২ বছরের আয়-ব্যয়ের হিসাব, নিকাশ সহ টাকার উৎস সম্পর্কে জবাবদীহি করতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেয় প্রশাসন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী জানান, এ বিতর্কিত মসজিদ, মাদরাসার কার্যক্রম বন্ধ করা না হলে সমগ্র উখিয়ায় একটি অস্তির পরিবেশ সৃষ্টির সম্ভাবনা ছিল। যেহেতু এ সংগঠনটির সাথে জঙ্গী কানেকশনের পুরোপুরী সম্পৃক্ততা রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন, স্থানীয় মেম্বার প্রার্থী মৌলানা মোঃ শাহজাহান সহ সরকারি কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধী সমাজ মসজিদের আপাতত খরচ চালানোর জন্য ২৫ হাজার সাতশত টাকা অনুদান প্রদান করেন।

 ##############

২২ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত

মাহমুদুল হক বাবুল, উখিয়া :::

উখিয়া সীমান্তের ঘুমধুম তুমব্রু বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে গতকাল বুধবার সকালে তুমব্রু পশ্চিমকুল ও বেতবুনিয়া এলাকা থেকে ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, আটক রোহিঙ্গাদের মানবিক সেবা দিয়ে বিকালে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: