ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, চালক নিহত

নিউজ ডেস্ক ::
কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানির ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. নুরুল আজিম (২৮)। তিনি উপজেলার কলঘর বাজারের আলী আহমদ সিকদার পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বালুবাহী একটি ট্রাক চকরিয়ার খুটাখালী থেকে টেকনাফ যাওয়ার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মামুন মিয়ার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল আজিম মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা ময়না তদন্ত করতে অপারগতা প্রকাশ করায় কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দাফনের অনুমতির জন্য পাঠানো হয়েছে। অনুমতি পেলে মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। পুলিশ দূর্ঘটনায় পতিত ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

পাঠকের মতামত: