ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রামুতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও প্রণয় চাকমা

সোয়েব সাঈদ :: রামুর রাজারকুুল ইউনিয়নের হাজ্বি পাড়া এলাকায় বাল্য বিয়ে বন্ধে অভিযান চালিয়েছেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আটটায় তিনি এ অভিযান চালান।

জানা গেছে, ওই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীর সাথে রামুর গর্জনিয়া ইউনিয়নের এক যুবকের শুক্রবার বিয়ের প্রস্তুতি চলছিলো। বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ছাত্রীর বাড়িতে গানবাজনা, সামিয়ানা টাঙানো এবং রান্নার প্রস্তুতি শুরু হয়। বিষয়টি অবহিত হওয়ার পরই সেখানে ছুটে যান ইউএনও প্রণয় চাকমা। এসময় ইউএনও অভিভাবকদের বাল্য বিয়ে না দেয়ার নির্দেশ দেন এবং মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ছাত্রীর বাবা মেয়েকে বিয়ে না দেয়ার অঙ্গীকার করেন।

এসময় রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু থানার এসআই মঞ্জু উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: