ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মহেশখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী :: মহেশখালীতে মসজিদের পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ২৮ অক্টোবর বিকেলে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে, উক্ত গ্রামের আলি আজগরের মেয়ে সালমা আক্তার (৪) ও তার প্রতিবেশী জাহাঙ্গীর আলমের মেয়ে মাহিয়া আক্তার (৬)। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুল হক দূর্ঘনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে মাতারবাড়ি কেজি অ্যান্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল নুরুন্নবী জানান, উত্তর সিকদার পাড়া গ্রামের সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী মাইন্নাবর মসজিদের পুকুর নামক পুকুরে মা-বাবার অজ্ঞাতসারে খেলার ছলে গোসল করতে যায় উক্ত গ্রামের আলী আজগর ও জাহাঙ্গীর আলমের ২ কন্যা । বিকেল সাড়ে চারটার দিকে আলী আজগরের শিশু কন্যা সালমা আক্তার (৪) পুকুর পাড়ে খেলার সময় দৈবাৎ পুকুরে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে একই সাথে খেলারত প্রতিবেশী জাহাঙ্গীর আলমের শিশু কন্যা মাহিয়া আক্তার (৬) সালমাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরে পানিতে পড়ে ডুবে যায়।

ঘটনার সময় পুকুরের আশেপাশে লোকজন না থাকায় দুটি শিশু পুকুরে পড়ে হাবুডুবু খেয়ে মারা গেলেও কেউ দেখতে পায়নি। পরে মাহিয়ার মা মেয়েকে না পেয়ে আশেপাশে খুঁজতে গিয়ে পুকুরে তার মেয়ে মাহিয়া সহ দুই শিশু কন্যার লাশ ভাসতে দেখে। এ সময় তার শোর চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে শিশুটির লাশ উদ্ধার করে। একসাথে দুই শিশু কন্যার মৃত্যুতে তাদের মা-বাবার আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

পাঠকের মতামত: