ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে

চকরিয়ায় অবহিতকরণ কর্মপরিকল্পনা সেমিনার অনুষ্টিত

এম.জিয়াবুল হক, চকরিয়া :: আগামী ৪ অক্টোবর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উল্লেখিত কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মুদুল হকে সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মঈনউদ্দিন মোরশেদ, হাসপাতালের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ ডা. খালেদ হোসেন। এছাড়াও সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একাধিক সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

হাসপাতালের সভায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের চিকিৎসাসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। সেই আলোকে দেশের প্রতিটি জনপদে স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছেন। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নার্স কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিচ্ছেন।

এরই অংশহিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল সরকার চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালকে একশত সয্যায় উন্নীত করণে ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে হাসপাতালের নির্মাণ কাজ সমাপ্তি পথে। আশাকরি চকরিয়া উপজেলা হাসপাতালটি পুর্নাঙ্গরূপে বাস্তবায়ন হলে চকরিয়া উপজেলার ৬ লাখ জনগনের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, উপজেলার জনগনের স্বাস্থ্য সুরক্ষায় সুচিকিৎসা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। সেইভাবে দায়িত্ব পালনে সবাইকে ভুমিকা রাখতে হবে। মনে রাখতে হবে জনগনের মাঝে সুচিকিৎসা নিশ্চিতে কোনধরণের অবহেলা করা যাবেনা। ##

পাঠকের মতামত: