ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়া সরকারী হাসপাতালের শিশু ওয়ার্ডে হঠাৎ ছিড়ে পড়লো চলন্ত ফ্যান

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের শিশু ওয়ার্ডে চলন্ত ফ্যান ছিড়ে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেল ওয়ার্ডের ভর্তি শিশু রোগী ও অভিভাবকরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরানো বিল্ডিংয়ের দোতালায় শিশু ওয়ার্ডের একটি ফ্যান ছিড়ে নিচে পড়ে যায়। তবে এসময় কেউ কাছে না থাকায় আহত হয়নি। ফ্যান ছিড়ে পড়ার পর ওই ওয়ার্ডের রোগীদের মাঝে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।

অনেকে বলেছেন প্রতিবছর বৈদ্যুতিক সরঞ্জামাদি চেক করা দরকার। না হলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকে। তবে আজকের ঘটনাটি কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে ঘটেছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার বলেন, পুরনো হওয়ায় ফ্যান ছিড়ে পড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

পাঠকের মতামত: