ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

স্ট্যাম্প জালিয়াতি, হোসেন ব্রাদার্সকে ৬০ হাজার টাকা জরিমানা

ইমাম খাইর, কক্সবাজার ::
১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতি করে বিক্রির অভিযোগে কক্সবাজার শহরের সিকদার মহল এলাকার হোসেন ব্রাদার্সকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে জাল স্ট্যাম্পগুলো জব্দ হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

যৌথ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন উপস্থিত ছিলেন।

মোঃ ইমরান হোসাইন জানান, হোসেন ব্রাদার্সে দীর্ঘদিন ধরে ১০ টাকা মূল্যের স্ট্যাম্প জালিয়াতি করে বিক্রির অভিযোগ ছিল। অবশেষে দোকানে অভিযান চালালে তার সত্যতা মেলে।

তিনি জানান, জাল স্ট্যাম্প পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে এধরণের কাজ করে তাহলে আরো কঠোর শাস্তি দেয়া হবে মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

ভেজাল ও জালিয়াতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

 

পাঠকের মতামত: