ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ছোট মহেশখালী তেলীপাড়ার কালভার্টটি মরণ ফাঁদে পরিণত! ঘটতে পারে দূর্ঘটনা

সরওয়ার কামাল, মহেশখালী :: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী তেলীপাড়া সড়কের কালভার্টটি ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তেলীপাড়া ও পুটিবিলা পালপাড়া এলাকার শত শত মানুষ ঐ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে আসছে। টানা ভারী বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা পানির তোড়ে কালভার্টটির দুই পাশের মাটি ধসে পড়ে যে কোন সময় দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে ছোট মহেশখালী মোহাম্মদপুর(তেলীপাড়া) সড়ক থেকে পুুুটিবিলা পালপাড়া সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে অনেকে। এলাকাবাসীর অভিযোগ, অনেক পুরানো কালভার্টটির দু পাশে শক্ত করে সংস্কার না করায় বৃষ্টির পানির তোড়ে কালভার্টটি ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও টানা ভারী বৃষ্টিপাতে কালভার্টটির আশেপাশে অধিকাংশ ঘরবাড়ী প্লাবিত হয়েছে । যার কারণে জনসাধারণ দুর্ভোগে পড়েছে। এব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, ‘কালভার্টটি সংস্কার করা হবে। এবং পাশাপাশি পানিতে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়া হবে।

পাঠকের মতামত: