ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ব্লু-সী কটেজ থেকে ৫ হাজার ইয়াবাসহ ৩ ব্যবসায়ী আটক

সিএন  :
কক্সবাজার শহরের কলাতলী মোড় সংলগ্ন ব্লু-সী কটেজ থেকে প্রায় প্রায় ২০ লাখ টাকা সমমূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ তিস মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
আটক তিনজন হলেন মো. মোতাহার হোসেন (৪৫), মো. ফরিদুল আলম প্রকাশ ফরিদ (৩৫) ও মো. আসহাব উদ্দিন (২৪)।
বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করে র‌্যাব-৭।
এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ হাজার ২৬৫ টাকাও জব্দ করা হয়।
র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার এএসপি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ব্লু-সী কটেজে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের কাছ থেকে ৪ হাজার ৯৪০ পিস ইয়াবা এবং তা বিক্রির ১ হাজার ২৬৫ টাকা জব্দ করা হয়েছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১৯ লাখ ৭৮ হাজার একশ’ টাকা।

পাঠকের মতামত: